পটুয়াখালীর গলাচিপায় তনয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও ননদসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৯ মার্চ) দুপুরে র্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন– তনয়ার স্বামী মিলন, ননদ রুবিনা বেগম, ননদের স্বামী হেলাল চৌকিদার ও ছেলে সাগর চৌকিদার।
র্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গাজীপুরের টঙ্গী থেকে মামলার প্রধান আসামি মিলনসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- ঝালকাঠিতে নিষিদ্ধ ঔষধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা ; ১ বছরের জেল
র্যাব কর্মকর্তা আরও জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে দাম্পত্য কলহের জেরে গত ২ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তনয়ার শরীরে এসিড নিক্ষেপ করে মিলন। এতে তার চোখ ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় তনয়ার বড় ভাই ইভান হাওলাদার বাদী হয়ে তনয়ার স্বামী, ননদ পানপট্টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য, ননদের স্বামী ও ননদের ছেলেকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর আসামিরা সবাই পালাতক ছিল। র্যাব গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করে।