বরগুনা পৌর শহর থেকে ১ কেজি গাঁজা সহ রেহেনা বেগম (৩৩) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে কোন এক গোপন সংবাদের ভিওিতে বরগুনা পৌর শহরের প্রান কেন্দ্র সিদ্দিক স্মৃতিমঞ্চ নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়- গ্রেফতারকৃত নারি বরগুনা সদর উপজেলার ২নং ইউনিয়নের খাজুরতলা গ্রামের মোস্তফা হাওলাদারের স্ত্রী।
আরও পড়ুন – বরগুনায় প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়
এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) সংস্থার অফিসার্স ইনচার্জ – আবিদুর রহমান তিনি জানান, কোন এক গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ উপ-পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম, এ এস আই জালাল সহ আমরা দশজন সঙ্গীয় ফোর্স নিয়ে (এক) কেজি গাঁজা সহ রেহেনা বেগম নামের এক নারিকে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি আরও বলেন- গাঁজা বিক্রি করার জন্য একজন মহিলা একটি সাদা বাজারের ব্যাগে করে গাজা বহন করে শহরের সিদ্দিক মঞ্চের পাশে অবস্থান করছে। এই সংবাদ পেয়ে আমাদের টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদক কারবারিকে আটক করি।বর্তমানে এবিষয়ে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রেকর্ড করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন – বরগুনায় অগ্নিকান্ডে পুড়েযাওয়া ১৯ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিলেন এসপি