“অভিন্ন পারিবারিক আইন চালু কর নারীর প্রতি সহিংসতা বন্ধ কর “এই শেস্নাগানকে সামনে রেখে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্দ্যোগের্ যালী,নারী সমাবেশ ও সাংস্কৃত্িক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৮মার্চ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা কার্য্যালয় হতে সংগঠনের সভানেত্রী কানিজ রহমান ও সা: সম্পাদক ড.মারম্নফা বেগমের নেতৃত্বে এক বনার্ঢ্যর্ যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিÿন শেষে প্রেসক্লাবে গিয়ে নারী সমাবেশে মিলিত হয়। এরপর সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। কর্মসূচীর শুরম্নতে স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড.মারম্নফা বেগম।
উক্ত কর্মসূচীতে সভাপতির বক্তব্যে দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান বলেন, বাংলাদেশে আজ সর্বত্রই নারীরা এগিয়ে চলছে। শিক্ষা দিক্ষায়, সাহসিকতায়, খেলাধুলায়, সৃষ্টিশীল কাজে আমাদের নারীরা আজ সামনের কাতারে। আমাদের দেশের নারীরা আজ প্রশাসন,বিচার বিভাগ,শিক্ষা,স্বসস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীতে সিপাহী থেকে উচ্চ পদে সমাসীন।
উন্নয়নের গতিধারায় বাংলাদেশের নারীরা আজ যেভাবে উৎপাদনের অন্যতম হাতিয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তা যেমন সমৃদ্ধির নিয়ামক আবার তা অর্থনীতির অগ্রযাত্রার চালিকা শক্তি। তারপরও এখনো নারীরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে। পরিবারের মধ্যে,কর্মস্থলসহ বিভিন্নভাবে নানারকম হয়রানী ও যৌন হয়রানীর শিকার হচ্ছে।
আরও পড়ুন – ফায়ারসার্ভিসের গাফিলতিতে বরগুনায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০কোটি টাকার ক্ষতি
তিনি বেলন,নারীর ক্ষমতায়নের জন্যে পুরম্নষকেই এগিয়ে আসতে হবে। কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ,দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন, অর্চনা অধিকারী, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার,আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী,প্রচার সম্পাদক জেসমিন আরা,ভারপ্রাপ্ত প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিস,সদস্য গোলেনুর রেহেনা বেগম,কবিজান,শিবানী উড়াও,আনোয়ারা বেগমসহ জেলা ও পাড়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে জেলা প্রশাসন আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন তারা। অনুষ্ঠান শেষে প্রেসক্লাব চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সহ-সভাপতি অর্চনা অধিকারী ও আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী।
পটুয়াখালীতে র্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীতে ৩০ লক্ষ টাকার রেনু পোনা জব্দ, ১ জনকে জরিমানা