২০২১-২২ অর্থ বছরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা জি২পি পদ্ধতিতে পরিশোধ উপলক্ষে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
আরও পড়ুন- পটুয়াখালীর মহিপুরে র্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা জানান, বিশ্ব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের অবহেলিত মানুষদের কথা বিবেচনা করে সারা বাংলাদেশে শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতাদের ভাতার আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গলাচিপা- দশমিনাতে এ কার্যক্রম চালু হয়েছে।
বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার আবেদন ফরম পুরন করতে ক্লিক করুন