মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

৬০ বছরের বেশি নাগরিকদের দেয়া হবে বুস্টার ডোজ

অনলাইন ডেস্ক; / ৩২৯ ভোট :
প্রকাশ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
বুস্টার ডোজ

করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে ৬০ বছরের বেশি জনগোষ্ঠী। সরকার সিদ্ধান্ত নিয়েছে ৬০ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে বুস্টার ডোজ দেয়ার।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমরা জানি করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাই ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেয়া হবে। নো মাস্ক নো সার্ভিস নয় এখন সরকার বলতে চায়, নো ভ্যাকসিন নো সার্ভিস।

জাহিদ মালেক বলেন, স্কুল-কলেজ যে অবস্থায় আছে সেভাবেই থাকবে। আর যেন সময় বা ক্লাসের দিন বাড়ানো না হয়। ওমিক্রন ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলেঢালাভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হওয়া হবে।

আরও পড়ুন- প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ৮ম শ্রেণির ছাত্রী


আপনার মতামত লিখুন :
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো সংবাদ...

নিউজ বিভাগ..