September 23, 2023, 6:36 pm
শিরোনাম :
গলাচিপায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের ব্যাপক গণসংযোগ বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি! প্রতিরোধে মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু পরিষদ পটুয়াখালী জেলা শাখার লিফলেট বিতরন ও পথ সভা অনুষ্ঠিত বরগুনায় বাংলাদেশ রিপোটার্স ক্লাবের জেলা কমিটি গঠন ১২ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ মৃত্যুর রহস্য উন্মোচন করতে ৩৫ দিন পর গৃহবধুর লাশ উত্তোলন বরগুনায় সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ অধীন উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত ! নিত্যপণ্যের মতোই বিক্রি হচ্ছে কিডনি গলাচিপায় নানা আয়োজনে শেষ হলো জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩ 

স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত পরিচালক সোহানুর রহমান সোহান

টাঙ্গাইল প্রতিনিধি:
পরিচালক সোহানুর রহমান সোহান

স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা চলচ্চিত্র খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের মর‌দেহ । ১৪ সে‌প্টেম্বর বৃহস্প‌তিবার সকা‌লে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর পাশেই দাফন সম্পন্ন হয়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে শোকে পাথর এই খ্যাতিমান পরিচালকের পরিবার।

প‌রিব‌ারের সদস‌্যরা জানায়, গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। পরদিন টাঙ্গ‌াইলে স্ত্রীর দাফন শেষে তিনি তার নিজ বাস ভবন ঢাকায় চলে যান। বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পরেন এই গুনী পরিচালক। দুপুর সাড়ে তিনটার দিকে পরিবারের লোকজন তাকে ঘুম থেকে জাগাতে গেলে তার আর কোন সাড়াশব্দ পাওয়া যায় না। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই এই গুনী পরিচালকের মুখটা একবার দেখতে ভীড় করছেন স্বজন ও এলাকাবাসী। সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা