ব্রেকিং নিউজ
গলাচিপায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ উন্নয়নের বিস্ময় লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন কাউন্সিলর প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আছেন জহিরুল হক লিপন উপজেলা কৃষকলীগ নেতাকর্মীদের সাথে আমির হোসেন আমু এমপির মতবিনিময় অনুষ্ঠিত গলাচিপায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন নৌকার কান্ডারী হয়ে উপকূলীয় দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই-লে. জেনারেল (অব.) আবুল হোসেন নৌকায় ভোট চাইলেন লে. জেনারেল (অব.) আবুল হোসেন ‘শেখ হাসিনার অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন গলাচিপায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১ গলাচিপা-দশমিনার গণমানুষের নির্ভরতার প্রতীকলেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:৩৯ পূর্বাহ্ন

সাবেক এমপি মোহাম্মদ শোয়েব বাবুলের মরদেহ উদ্ধার

অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি / ১৭৫ ভোট :
প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০২২
সাবেক এমপি মোহাম্মদ শোয়েব বাবুল

দিনাজপুরের ফুলবাড়ীতে নিজের শয়নকক্ষের দরজা ভেঙ্গে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শোয়েব বাবুলের (৭৭) মরহেদ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে চিকিৎসাধিন ছিলেন। তিনি ও তার বাড়ীর কেয়ারটেকার ছাড়া অন্য কোন সদস্য বসবাস করতো না।

পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জুন) রাতের খাবার খেয়ে ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুরস্থ নিজ বাড়ীর নিজের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন সাবেক এমপি মোহাম্মদ শোয়েব বাবুল। গতকাল শনিবার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় বাড়ীর কেয়ারটেকার ডাকাডাকি করেও ঘরের মধ্যে কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয় লোকজন শয়নকক্ষের দরজা ভেঙ্গে তাঁর মরদেহ উদ্ধার করেন। তবে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. লাবু জানিয়েছেন বার্ধক্যজনিতে রোগে ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. .. রাজিউন)। মৃত্যুকালে তিনি দুইছেলে ও দুইমেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন- ফুলবাড়ীতে গাছের শাখায় ঝুলছে থোকায় থোকায় আম

মরহুম মোহাম্মদ শোয়েব বাবুল ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ফুলবাড়ী পৌরসভার প্রথম প্রশাসক এবং পরে প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার বড় মেয়ে সাবিনা সুলতানা গৃহিনী, দ্বিতীয় মেয়ে সাবিহা সুলতানা উপ-সচিব, ছোটছেলে আবু জাফর মোহাম্মদ দীপ সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং বড়ছেলে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাÐের সঙ্গে সম্পৃক্ত।

সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শোয়েব বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, সাবেক মেয়র মো. মুরতুজা সরকার মানিক, ফুলবাড়ী শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী শাখা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী শাখা সিপিবি’র সভাপতি জয় প্রকাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মো. শফিকুল ইসলাম শিকদার, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক হিমেল মÐল, জাতীয় পার্টির সভাপতি শিক্ষক মো. শামিউল আলম, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সঞ্জিত প্রসাদ জিতু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স ও দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক রাজু কুমার গুপ্ত, নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, মানবাধিকার সাংবাদিক ফোরাম ফুলবাড়ী শাখার আহবায়ক প্রভাষক রীতা গুপ্তা প্রমখ।


আপনার মতামত লিখুন :
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো সংবাদ...

নিউজ বিভাগ..