বরিশাল :
বরিশালের গৌরনদীতে যৌতুক না পেয়ে গৃহবধুকে নির্যাতন চালিয়ে মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহষ্পতিবার নির্যাতিতা গৃহবধু ফাতেমা আক্তার বাদী হয়ে স্বামী শাহীন আকন ও শাশুড়ী শামসুন্নাহার বেগমকে আসামী করে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক শিহাবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে স্বামী শাহিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা এবং শাশুড়ীর বিরুদ্ধে সমন জারীর নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী আতিকুর রহমান জুয়েল মামলার বরাত দিয়ে জানান, চলতি বছরে ১০ জানুয়ারী গৌরনদীর বাহাদুরপুরের ফারুক সিকদারের মেয়ে ফাতেমার সাথে অধুনা গ্রামের শাহজাহানের ছেলে শাহীনের বিবাহ হয়।
বিয়ের কয়েকদিন পর থেকে ফাতেমার কাছে বিদেশ যাওয়ার নামে লাখ টাকা যৌতুক চায় স্বামী ও তার পরিবার।
কিন্তু টাকা দিতে অপারগতা জানালে গত ৮ মে স্বামী ও শাশুড়িসহ শশুর বাড়ির লোকজন ফাতেমার মুখ বেঁধে নির্যাতন চালায় এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়।
খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংমা করার চেষ্টা করে ব্যর্থ হলে আজ এ মামলাটি দায়ের করা হয়।