নরসিংদী উপজেলার চিনিশপুর ইউনিয়ন হতে এক দিন বয়সী এক মেয়ে নবজাতককে ময়লার স্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাযায়, রোববার রাতে দাসপাড়া এলাকার নার্সারির মোড় নামক স্থানে ময়লার স্তূপের কাছ দিয়ে যাওয়ার পথে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামের স্থানীয় এক নারী। তখন ওই নারী প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকটি ময়লার স্তূপে দেখতে পায়ে চিৎকার দেন, চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে ময়লার স্তূপে নবজাতকটিকে দেখে নরসিংদী মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনাস্থলে আসেন। পুলিশের সহায়তায় নবজাতকটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল কাদের জানান, ‘এই নবজাতকের বয়স মাত্র এক দিন। আমরা তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি। সে আল্লাহর রহমতে সুস্থ আছে।’
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, কে বা কারা একটি নবজাতক ফেলে গেছে তা এখনও জানা যায়নি, জানার চেষ্টা চলছে। পরিচয় না পেলে নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- বামনায় প্রভাবশালী পিতা ও পুত্রের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ