৭১বিডি২৪ডটকম | সোহাগ হোসেন;
মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার চৈতা বাজারের কার্পেটিং সড়ক কেটে স্লুইজ গেইট নির্মানের কাজ শুরু করায় জন দূর্ভোগে পড়ছে এলাকাবাসী। জানা যায় উপজেলার চৈতা বাজারে নয়া খালের উপর পানি উন্নয়ন বোর্ডের আওতায় স্লুইজ গেট এর নির্মন কাজ চলছে। কাজটি শুরু করার আগে জন সাধারন ও যানবাহন চলাচলে জন্য বিকল্প সড়ক না করে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি কেটি ফেলে। এতে যানবাহন চলাচল করতে না পাড়ায় ব্যবসায়ী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার লোকের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রোগীদের নিয়ে পড়তে হয় বিপাকে। স্থানীয় বাজারের ব্যবসায়ীরা নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো নির্মান করে কোন রকম ঝুকি পূর্ন ভাবে চলাচল করে। এছাড়াও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইফাদ সাহায্য পুষ্ট এডিপি এর অর্থায়নে বাজার উন্নয়নে টলঘর সহ কানেকটিং রাস্তাটি নিয়ম মাফিক ভাবে মাটি না কাটার ফলে ভেঙ্গে গেছে। ঘটনাটি স্থানীয় জনসাধারন উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন বলেন নিয়ম তান্ত্রিক ভাবে মাটি না কাটার ফলে রাস্তা ও টলঘরের ক্ষতি সাধন হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পটুয়খালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন আমাদের বাইপাস সড়ক সিডিউলে ধরা নেই, রিংবাধ দেওয়া হয়েছে কাজ করতে হলে একটু সমস্যা হবেই।