October 7, 2024, 1:54 am
শিরোনাম :

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে কটুক্তি করায় গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সঞ্জিব দাস ,গলাচিপা;

ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লী শাখার মিডিয়া সেল প্রধান নবীন কুমার সিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা ইমাম পরিষদের ব্যানারে পৌরমঞ্চ চত্বর থেকে শহরের বিভিন্ন মসজিদের মুসুল্লিগণ, মাদরাসার শিক্ষার্থী, সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণের অংশগহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে কটুক্তি করা ও অবমাননাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়াও সমাবেশে বক্তারা সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহবান জানান। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা