আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এতদিন শুধু সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া যেতো।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো: সামসুল আলম সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে যে তাদেরকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। সেজন্য আমরা ৬৪ জেলায় ৬৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছি। তারা জেলা প্রশাসকের কার্যালয়ে বসবেন প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করার জন্য।
তিনি বলেন, এখন থেকে কোন প্রার্থী চাইলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও নেতা-কর্মীরা ১১৪টির মতো ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি এ সিদ্ধান্ত নিল।