:: ৭১বিডি২৪ডটকম :: ডেস্ক রিপোর্ট ::

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ।
আজ বুধবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং তা পূরণ করে জমা দেয়া যাবে। হাতে হাতে বা সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়ন জমা দেয়া যাবে।
আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনকে সামনে রেখে প্রার্থীদের জন্য আচরণবিধি সম্পর্কে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করে ২৩ ডিসেম্বর ভোটের দিন ধার্য করে ইসি। পরে পুনঃতফসিলে ৩০ ডিসেম্বর ভোটের দিন ধার্য করা হয়। সে হিসেবে আজ প্রার্থীদের মনোনয়ন জমা দেবার শেষ দিন। গতকাল পর্যন্ত সারা দেশে ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে প্রায় ৪ শতাধিক মনোনয়ন জমা পড়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬, সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ঢাকা-৮, কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫সহ আরো অনেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র জমা দেন।
তবে আজ শেষ দিনে মনোনয়নপত্র জমা দেবার জন্য বাড়তি ভিড় হতে পারে বলে মনে করছে ইসি।