দিনাজপুরের ফুলবাড়ীতে রিকশা ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে রত্না বেগম (২৩) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে ফুলবাড়ী-চিন্তামন সড়কের দক্ষিণ বাসুদেবপুর নামক স্থানে।
নিহত গৃহবধূ রত্না বেগম ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন গ্রামের মোস্তাক আহম্মেদের স্ত্রী এবং একই গ্রামের মঞ্জুর আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রত্না বেগম তার পিতা রিকশা ভ্যান চালক মঞ্জুর আলীর রিকশা ভ্যানে করে চিন্তামন থেকে ফুলবাড়ী শহরে যাওয়ার পথে দক্ষিণ বাসুদেবপুর নামক স্থানে রত্না বেগমের ওড়না ভ্যানের চাকায় প্যাচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এ সময় তাকে মুমুর্ষূ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।