মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:১৩ পূর্বাহ্ন

ভূমিদস্যুদের তোপের মুখে আবুল বাশারের পরিবার 

মু. হাফিজুল ইসলাম শান্ত, স্টাফ রিপোর্টার, বরিশাল ; / ২৩২ ভোট :
প্রকাশ : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
গাছ কাটার অভিযোগ

কথায় বলে জোর যার মুল্লুক তার, ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়ানের মাঝকাজির চর গ্রামের মৃত্যু সেরাজ মৃধা ছেলে মোঃ আবুল বাশারে পরিবার সাথে।

সূত্রে জানা যায়, আবুল বাশার ওয়ারিশ সূত্রে  জমির মালিকাধীন থাকা সত্যেও ভোগ দখলে একদল ভূমিদস্যুরা। আবুল বাশারের  বসতবাড়ী থেকে জোর করে মারধোর করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয় নিজম বাহিনী। 

এবিষয়ে আবুল বাশার জানায়, আমাকে ২০০৮ সালে বাড়ি থেকে বের করে দেয় নিজাম বাহিনী সদস্যরা, আজ ও বাড়িতে যাইতে পারিনা। ছেলে মেয়ে নিয়ে বরিশাল ভাড়া বাড়িতে থাকি। গত ০৫-১১-২২তাং আমার গাছ কেটেছে। তাই আমি নিরূপায় হয়ে আইনের আস্রায় নেই। আমি একজন দিনমজুর আমার আর কেউ নাই। 

গাছকাটা কেন্দ্র করে বরিশাল অতিরিক্ত জেলা মেজিস্টেট আদালত  একটি মামলা দায়ের করা হয় যার স্বারক নং ৮৫৪৩ তারিখ-০৯-১১-২২। 

ঘটনার স্থানে গণমাধ্যম কর্মী গেলে গাছ কাটার সত্যা পাওয়া যায়।

২নং আসামি বিউটির কাছে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের বলেন, আমি এজমি  মাষ্টারের ছেলের কাজ থেকে কিনছি, কাগজের কথা বললে এরিয়ে যায় বিউটি। বাকি ৫ আসামিদের পাওয়া যায় নি।

এবিষয় সবুজ মেম্বার মুঠোফোনে জানায়, আমি সব কিছু শুনেছি এবং জানি। 


আপনার মতামত লিখুন :
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো সংবাদ...

নিউজ বিভাগ..