April 18, 2024, 2:00 am

বালতির পানিতে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ; গলাচিপা
গলাচিপা পানিতে ডুবে মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় তানহা (১৬ মাস) নামের এক শিশুর বালতির পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

রোববার (০৫ মার্চ) সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। তানহা রাঙ্গাবালী উপজেলার কাউখালি ২নং ওয়ার্ড ছোটবাশদিয়া ইউনিয়নের জাহিদুর রহমান আহসান ছোটা মেয়ে।

তানহার বাবা জাহিদুর রহমান বলেন, গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ড বনানী সড়কে নানা মৃত মনির খলিফার বাড়িতে তানহা তার মা ডালিয়া জাহান এর সঙ্গে বেড়াতে আসেন। সকালে বাসার ভেতরে সবার অগোচরে খেলা করতে করতে বাথরুমের ভেতরে ঢুকে যায় তানহা। পরে তানহাকে না দেখে সবাই খুজতে থাকে তখন বাথরুমে খুঁজতে গিয়ে তানহাকে পানি ভরতি বালতিতে পরে থাকতে দেখা যায়। অচেতন অবস্থায় তাৎক্ষণিক তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন শিশুর বালতির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃত শিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা