বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। রবিবার দিবাগত গভীররাতে বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্য ফরিদ ওরফে খোকন (৩৫) উপজেলার মহেশপুর এলাকার জবেদ আলী খানের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ জানান, রোববার রাতে আটকের পর খোকনের দেয়া তথ্যানুযায়ী অস্ত্র উদ্ধারে যায় থানা ও জেলা ডিবি পুলিশের সদস্যরা। বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রুহিতার পার নামক স্থানে গেলে আগে থেকে অবস্থান নেয়া তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষন করে।
এসময় পুলিশ পাল্টাগুলি চালালে খোকন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তিনি জানান, ঘটনাস্থল থেকে ৯ রাউন্ড গুলি, ২ টি আগ্নেয়াস্ত্র, ২ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনায় ১ টি অস্ত্রআইনে ও অপর আরো একটি মামলা দায়ের করা হবে। উল্লেখ্য ফরিদ ওরফে খোকন ডাকাত একাধিক ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।