(৭১বিডি২৪) বাউফল:
পটুয়াখালী বাউফলের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আওলাদ হোসেন সাজ্জাল (৮৫) গতকাল সোমবার ভোররাত ৪.৪৫ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ———রাজেউন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধ্যক্য জনিত রোগে ভুগতেছিলেন। গতকাল যোহর নামাজ শেষে কালিশুরী ইউনিয়নের এস এ ইনস্টিটিউশন মাঠে জানাজা শেষে কালিশুরী গ্রামের নিজ বাড়ীতে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যকালে তিনি ৩ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে মারা গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের চীফ হুইপ আ. স. ম ফিরোজ শোক প্রকাশ করেন।