৭১বিডি২৪.কম | এম অহিদুজ্জামান ডিউক;
বাউফল(পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলের তেুতুলিয়া নদী থেকে তিন মন জাটকা ইলিশ ও মাছধরার ট্রলার সহ চার জনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্দ আবদুল্লাহ আল মাহমুদ জানান, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া নৌ পুলিশের সহায়তায় অভিজান চালিয়ে তেতুলিয়া নদী থেকে এদের আটক করা হয়। আটককৃত প্রত্যেকে পাচঁহাজার টাকা করে জরিমানা সেই সাথে ট্রলার মালিকেও পাচঁহাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ বাউফলের বিভিন্ন এতিম খানায় বিতারন করা হয়।