বরিশাল :
বরিশালে দায়েরকৃত মাদক মামলায় দুই ফেন্সিডিল বিক্রেতাকে পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বরিশাল জননিরাপত্তা বিঘśকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়ার বাসিন্দা মৃত আবুল হাসেম মিয়ার ছেলে ইসমাইল হোসেন মিল্টনকে ২ বছরের কারাদন্ড পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
অপর দন্ডপ্রাপ্ত একই এলাকার জমির খান সড়কের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে মিজান জোমাদ্দারকে ৪ বছর কারাদন্ড পাশাপাশি ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৩ মে বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়ার অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় মিল্টন এর বাসা থেকে ২ বোতল এবং মিজানের বাসা থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এই ঘটনায় ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
একই বছরের ৪ জুন আদালতে অভিযোগপত্র দায়ের করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম।
আদালত ১৪ জনের মধ্যে ১২ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী ফিরোজউল ইসলাম।
রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত মিজান জোমাদ্দার অনুপস্থিত ছিলো।