৭১বিডি২৪ডটকম ॥ করেসপন্ডেন্ট;
বরিশাল : বরিশাল নগরে পৃথক দুটি অভিযানে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে। নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি টিম এ অভিযান পরিচালনা করেন।
শুক্রবার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। শুক্রবার সন্দ্যায় ডিবি’র এসআই দেলোয়ার হোসেন-পিপিএম তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরের রাজ্জাক স্মৃতি কলোনীতে অভিযান চালায়।
এসময় সেখানের একটি ভাতের হোটেলের ভেতর থেকে ওই এলাকার বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী শিল্পী বেগম (২৮) কে ২ শত পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে এর আগে ডিবি’র এসআই আশীষ পাল তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের কালুশাহ সড়কে মীরা বাড়ির পোল সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে ওই এলাকার মোঃ আমির হোসেন মোল্লার ছেলে মোঃ আওলাদ হোসেন মোল্লা (৫১) ও নিউ সার্কুলার রোডের বাসিন্দা আঃ জলিল শিকদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০) কে ২ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।