ব্রেকিং নিউজ
গলাচিপায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ উন্নয়নের বিস্ময় লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন কাউন্সিলর প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আছেন জহিরুল হক লিপন উপজেলা কৃষকলীগ নেতাকর্মীদের সাথে আমির হোসেন আমু এমপির মতবিনিময় অনুষ্ঠিত গলাচিপায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন নৌকার কান্ডারী হয়ে উপকূলীয় দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই-লে. জেনারেল (অব.) আবুল হোসেন নৌকায় ভোট চাইলেন লে. জেনারেল (অব.) আবুল হোসেন ‘শেখ হাসিনার অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন গলাচিপায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১ গলাচিপা-দশমিনার গণমানুষের নির্ভরতার প্রতীকলেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

বরগুনা প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

তরিকুল ইসলাম রতন, স্টাফ রিপোর্টার / ১৪০ ভোট :
প্রকাশ : সোমবার, ২৩ মে, ২০২২

বরগুনা সদর উপজেলার হাসপাতাল সড়ক এলাকায় গণপূর্ত জমি থেকে প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৩ মে) সকালে বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্ত অধিদফতর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্তের জমিতে অর্ধশতাধিক স্থাপনায় ৭০-৮০ টি পরিবার থাকত। সকাল থেকে এই জমিতে উচ্ছেদ কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। আগে থেকে নোটিশ দেয়া থাকলেও এখনকার পরিবারগুলো নিজেদের ঘর ভেঙে নিতে পারেনি। তাই তাদের চোখের সামনেই চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে যায় তাদের এখানকার বাসিন্দাদের বশতঘর।

রিকশাচালক জামাল হোসেন বলেন, আমি গত ২৫-৩০ বছর যাবত এই ঘরে বসবাস করি, আমার কোথাও কোন জায়গা জমি নেই। আমি এখন কোথায় থকবো জানিনা। এই রাস্তার পাশে খোলা আকাশের নিচে থাকতে হবে। সরকার যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সেই দাবি জানাই।

রোকেয়া বেগম নামে আরেকজন বলেন, ৪০ বছর আগে স্বামী মারা গেছে গাছ থেকে পড়ে। এরপর থেকে ঝাড়ুদারের কাজ করে সন্তান সন্ততি নিয়ে সংসার চালিয়েছি। সম্বল বলতে এই একটা ঘরই ছিলো। আজ তাও ভেঙে নিয়ে গেল। এখন কোথায় থাকব তা জানিনা।

আরেক ভুক্তভোগী খোকন মিয়া বলেন, আমাদের মধ্যে যারা মোটামুটি স্বচ্ছল তারা বাসা ভাড়া নিয়ে থাকতে পারবে। কিন্তু ছিন্নমুলরা কি করবে তা বুঝতে পারছিনা। অনেকের চুলায় আজ আগুন জ্বলবেনা। তাদের না খেয়ে থাকতে হবে।

এবিষয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এখনকার পরিবারগুলো অবৈধভাবে সরকারি জমিতে বরবাস করে আসছিল। তবে এদের মধ্যে যদি প্রকৃত ভূমিহীন-গৃহহীন থেকে থাকে তাহলে তারা আবেদন করলে তাদের পুনর্বাসন করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো সংবাদ...

নিউজ বিভাগ..