বরগুনার পৌর শহর থেকে এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বরগুনা পৌর শহরের কলেজ রোড থেকে গভীর রাতে পুলিশ এক অভিযান চালিয়ে চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যাবসায়ী সহ ৩ জনকে আটক করেছে।
আরও পড়ুন- ঝালকাঠিতে রক্ত মাখা এক যুবকের লাশ উদ্ধার
গতকাল রবিবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কলেজ সড়কে একটি বাসা থেকে কোন এক গোপন সংবাদের ভিওিতে পুলিশ এক চিড়ুনী অভিযান চালিয়ে সেবনকালে তাদেরকে আটক করে।
এসময়ে মাদক সেবনের সরন্জামসহ তিন জনকে আটক করা হয়। এরা হলেন অভি, নিপু ও মাহবুব।
আটককৃত ৩ জনের ডোপ পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত অভিজিৎ তালুকদার অভির বিরুদ্বে মাদক, সন্রাসী, চাঁদাবাজি সহ ২১ টি মামলা রয়েছে, নিপু চন্দের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যাবসার অভিযোগে ৭ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাহবুবের বিরুদ্ধেও মাদক সেবনের মামলা রয়েছে বলেও তিনি জানান।