বরগুনায় জেলা পুলিশের আয়োজনে ইমাম মোয়াজ্জেন, খতিব ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজার সভাপতিত্বে, বরগুনা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীন উগ্রবাদ প্রতিরোধে, ইমাম, খতিব, মুয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরগুনা পুলিশ সুপার আবদুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ, ইসলামী ফাউন্ডেশনের বরগুনা উপ পরিচালক গাজী আনোয়ারুল হক সহ ইমাম, মুয়াজ্জেম, খতিব ও মাদ্রাসা শিক্ষকগণরা।
সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীন উগ্রবাদ প্রতিরোধ সেমিনারে বক্তব্য রাখেন, বরগুনা পুলিশ সুপার আবদুস সালাম, ঢাকা ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ, ইসলামী ফাউন্ডেশনের বরগুনা উপ পরিচালক গাজী আনোয়ারুল হক ও আলতাফ মাওলানা সহ আরও অনেকে।