September 10, 2024, 8:57 pm
শিরোনাম :
গলাচিপায় শস্য কর্তন ও মাঠ দিবস আমতলীতে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা রাঙামাটির সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ গলাচিপার দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় বরগুনায় ভুমি জরিপে অনিয়ম ও দূর্নীতি বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাথরঘাটায় কনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এনামুল হোসেইন “পুরাতন নয়, চাই নতুন নেতৃত্ব ! এনামুল আমাদের আশা- আকাঙ্ক্ষার প্রতীক”  গলাচিপায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ :
পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন

পাওনা টাকা চাওয়ায় সিরাজগঞ্জে শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় শরিফুলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সরাই চন্ডী গ্রামের মহিবুল শেখের ছেলে আলহাজ (২৬) ও একই গ্রামের মৃত আফজাল খন্দকারের ছেলে রুবেল (৪৮)কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন- কিশোর গ্যাংয়ের হামলায় ১০ দিনপর কলেজ শিক্ষার্থী মৃত্যু

পুলিশ সূত্রে জানা যায় , রবিবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার সরাইচন্ডী গ্রামে এঘটনা ঘটে। পরের দিন আহত শফিকুলের স্ত্রী তানিয়া খাতুন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আহত শরিফুলের ছোট ভাই মেরাজুল জানান, শরিফুল ইসলাম একই গ্রামের সুজন ও আলহাজের কাছ থেকে ধারের দুই লাখ টাকা পেতেন। সেই পাওনা টাকা দিতে তাগিদ দিচ্ছিলেন তিনি। এরই জেরে রোববার রাতে সরাইচন্ডী বাজার থেকে বাড়ি আসার পথে শরিফুলের ওপর হামলা চালায় আসামিরা। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরিফুলের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে মাটিতে ফেলে দেয়। এরপর এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন- ফেসবুকে স্টাটাস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহ’ত্যা

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে কথা কাটাকারি একপর্যায়ে শরিফুলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন- ২ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা