৭১বিডি২৪ডটকম ॥ ময়মনসিংহ;
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন বেলদিয়া গ্রামে নিখোঁজ হওয়ার সাতদিন পর পরিত্যক্ত একটি টয়লেট থেকে মুর্শিদ মণ্ডল নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে পাগলা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাতে আজিমুদ্দিন নামের এক ব্যক্তি মুর্শিদকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই মুর্শিদ নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় ২৩ অক্টোবর মুর্শিদের বড় ভাই খুরশিদ মণ্ডল বাদী হয়ে আজিমুদ্দিন (২৭) ও আজিজ ঢালীকে (২৮) আসামি করে পাগলা থানায় একটি অপহরণের মামলা করেন। পরের দিন ২৪ অক্টোবর আজিমুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।