(৭১বিডি২৪) বরিশাল :
নাট্যকর্মী মাহাবুব রাবি তনয় হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে সংস্কৃতি কর্মীরা। শব্দাবলী গ্রুপ থিয়েটার ও বরিশাল শিশু থিয়েটারের উদ্যোগে বুধবার বিকেলে নগরীর কাকলীর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার সভাপতি মন্ডলীর সদস্য সয়দ দুলালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী আক্কাস হোসেন, সংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড, এস এম ইকবাল, কাজল ঘোষ,শুভংকর চক্রবর্তী, সুশান্ত ঘোষ,মিজানুর রহমান প্রমুখ। বক্তারা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবী করেন।