ঝালকাঠির নলছিটি পৌর শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ঝালকাঠি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ সাক্ষরিত এক প্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
প্রেশ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের শৃংখলা ভঙ্গ, আন্দোলন সংগ্রামে নিস্ক্রিয় থাকা, সিনিয়র নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার, দলের অভ্যন্তরে কোন্দল সহ নানা অভিযোগের ভিত্তিতে নলছিটি পৌর শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত কেউ দলের কোন প্রকার পদ-পদবী ব্যাবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের কথা জানান জেলা সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ।
আরও পড়ুন- মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাসেও উদ্ধার হয়নিঃ উল্টো দু’টি মামলা!