October 7, 2024, 1:14 am
শিরোনাম :

দেড় ঘন্টা পর সচল ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস

ডেস্ক রিপোর্ট ;

টানা দেড় ঘন্টার বেশি সময় ধরে স্তব্ধ হয়ে থাকার পরে ফের বিশ্বের বিভিন্ন দেশে সচল হতে শুরু করেছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস। ফলে স্বস্তির নিঃস্বাস ফেলছেন ব্যবহারকারীরা। যদিও কী কারণে পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছিল, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মেটার তরফে কিছু জানানো হয়নি।

তবে বিশ্বজুড়ে পরিষেবা বন্ধ নিয়ে হইচই শুরু হওয়ার পরে ‘এক্স’ হ্যান্ডেলে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন লেখেন, ‘বিশ্বজুড়ে ব্যবহারকারীরা আমাদের পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। ওই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’ তাঁর ওই প্রতিক্রিয়ার খানিক বাদেই সচল হতে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস পরিষেবা।

আরও পড়ুন – হঠাৎ লগ-আউট যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস

৫ মার্চ মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিট পর থেকে ফেসবুক লগ-আউট হয়ে যায়, লগ–ইন করা যাচ্ছে না বলে বেশ কিছু মেটার মালিকানাধীন যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস ব্যবহারকারী অভিযোগ করেছেন। তারা অভিযোগ করে- ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যায়। অটোমেটিক মেসেঞ্জার থেকেও লগ–আউট হয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা। বার্তা আদান–প্রদানের অ্যাপ মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা হচ্ছে।

তবে মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো সমস্যা ছিলো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা