October 7, 2024, 2:56 am
শিরোনাম :

ঝালকাঠিতে ১১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ কারবারি আটক

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ১১'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ কারবারি আটক

ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রামের শমসের আলী হাওলাদারের ছেলে নাইমুর রহমান সৌরভ ওরফে খৈয়াম (২৮) কে ১১০০পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আরও পড়ুন- ‘হ্যালো ঝালকাঠি’ গাইডের মোড়ক উম্মোচন করলেন- এমপি আমু

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন জানান, ২৫মার্চ শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইন্দ্রপাশা গ্রামের নিজ বাড়ি থেকে খৈয়ামকে আটক করা হয়। তখন তার কাছ থেকে ১১’শ পিস ইয়াবা ট্যাবলেট জ্বব্দ করা হয়।

আরও পড়ুন- গ্রাম্য ধাত্রীর অব‌্যাবস্থাপনায় সন্তান প্রসাব করা‌তে গিয়ে প্রাণ গেলো সালমার

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র জানান, শুক্রবার রাতে খৈয়ামকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদি হয়ে একটি এজাহার দায়ের করেছে।

২৫মার্চ শুক্রবার রাত ১০ টায় খৈয়ামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা রুজু করা হয়েছে। ২৬মার্চ শনিবার সকালে তাকে পুলিশ প্রহরায় ঝালকাঠি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- হাত পা বাঁধা অবস্থায় ভুট্টা ক্ষেত থেকে শিশুর মৃতদেহ উদ্ধার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা