মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন

জেলা পরিষদ নির্বাচনে গলাচিপায় সদস্য পদে বিজয়ী মাঈনুল ইসলাম রনো

নিজস্ব প্রতিবেদক ; গলাচিপা / ৬৩২ ভোট :
প্রকাশ : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
জেলা পরিষদ নির্বাচনে গলাচিপায় সদস্য পদে বিজয়ী মাঈনুল ইসলাম রনো

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পটুয়াখালী জেলার ৮ উপজেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্টিত।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা হতে বিরতহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত জেলার ৮ উপজেলার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

গলাচিপা উপজেলায় সদস্য পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়নের ১৭১ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোটার ভোট প্রদান করেন।

চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ঘোড়া মার্কা নিয়ে ৯২ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহন মিয়া আনারস মার্কা নিয়ে ৭৮ ভোট পেয়েছেন ।

এছাড়া, সাধারণ সদস্য পদে মাঈনুল ইসলাম রনো তালা মার্কা নিয়ে ১২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিন মিয়া টিউবওয়েল মার্কা নিয়ে ৩৯ ভোট পেয়েছেন এবং নিজাম উদ্দিন তালুকদার ‘হাতি’ মার্কা নিয়ে পেয়েছেন ০৫ ভোট।

এর আগে এ উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দিতায় মোসা. বিলকিস জাহান নির্বাচিত হন।

এদিকে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয় প্রশাসন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো: মোর্শেদ তোহা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইণ নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী কেন্দ্রে দ্বায়িত্ব পালন করেন।
এছাড়া ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো সংবাদ...

নিউজ বিভাগ..