৭১বিডি২৪ডটকম | করেসপন্ডেন্ট;
বরিশাল : সরকারী বিএম কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা ১১টায় কর্মসূচী চলাকালে আন্দোলকারীরা কলেজ অধ্যক্ষকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তার চেয়ার সরিয়ে ফেলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ১৫ বছর আগে সর্বশেষ বাকসু নির্বাচন হয়েছিলো। আর পাঁচ বছর হয়েছে অস্থায়ী কর্ম পরিষদের মাধ্যমে চলছে বাকসুর কার্যক্রম। এ অস্থায়ী কর্ম পরিষদ তিন মাসের জন্য গঠন করা হয়েছিলো। তাই এ কর্মপরিষদ অবৈধ এবং নেতাদের কলেজে পাওয়া যায় না বলেই সাধারণ শিক্ষার্থীদের দাবী আদায়ে বেগ পেতে হচ্ছে। এতে করে সাধারণ ছাত্রদের কোন কাজই হয়না। এজন্য তারা অবিলম্বে বাকসু নির্বাচনের দাবীতে আন্দোলন করছেন। না হলে তারা কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য হবে।