আর মাত্র ১৫ বছর বাদে চাঁদে গড়ে উঠবে গ্রাম, যেখানে মানুষের বসতি হবে। জ্যোতির্বিদদের বুদ্ধিমত্তা ও রোবোটিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে ২০৩০ সাল নাগাদ চাঁদের গ্রামে বসবাস শুরু করতে পারবে মানুষ। একদল বিজ্ঞানী এই ভবিষ্যদ্বাণী করেছেন।
সেই ১৯৬৯ সালে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র (নাসা) চাঁদে মানুষ পাঠিয়েছিল। তারপর এতগুলো বছর কেটে গেল, কিন্তু নাসাসহ অন্যান্য মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আর চাঁদ নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করেনি। মহাকাশ গবেষকদের সব গবেষণাই এখন যেন ঘুরপাক খাচ্ছে মঙ্গল গ্রহকে নিয়ে।
যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের গ্রহসম্পর্কিত ভূতত্ত্ববিদ ক্লিভ নিল বলেছেন, ‘আমরা চাঁদের যেসব সম্পদ কাজে লাগানোর চিন্তা করছি, এখন সেসব নিয়ে আলোচনা করছি; সেগুলো প্রকৃতপক্ষে সেখানে কাজে আসবে কি না।’ তবে এ ধরনের গ্রাম গড়ে তোলার আগে দুটি জটিল পর্যায় নিয়ে পরীক্ষা শেষ করতে হবে।
সম্প্রতি নেদারল্যান্ডসে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) চাঁদে গ্রাম গড়ে তোলার বিষয়ে ‘মুন ২০২০-২০৩০ : অ্যা নিউ এরা অব কো-অর্ডিনেটেড হিউম্যান অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরেশন’ শীর্ষক সিম্পোজিয়ামের আয়োজন করে। তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠাবার পরিকল্পনা নিয়ে কাজ করছে।