সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন

গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ৪ কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক ; / ৬৪১ ভোট :
প্রকাশ : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
গেমস খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ৪ কিশোরের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে ৪ কিশোরের মৃত্যু হয়েছে। কানে হেডফোন দিয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রেললাইনে বসে ব্যস্ত মোবাইল গেম পাবজি-ফ্রি ফায়ার খেলায় ঠিক তখই তীব্র গতিতে ছুটে আসা ট্রেনে কাটা ৪ জন কিশোরের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায়।

স্থানীয় সূত্রে জানাযায়, রাতে চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় ওই চার কিশোর রেল লাইনের উপর দিয়ে কানে হেডফোন দিয়ে পাবজি, ফ্রি গেম খেলা অবস্থায় হেঁটে যাচ্ছিল। ঠিক তখন ডাউন লাইনে ছুটে আসছিল আগরতলা–দেওঘর এক্সপ্রেস। ট্রেন দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনও হুইসেল বাজিয়ে এগিয়ে আসছিল। কিন্তু কানে হেডফোনের কারনে কোনও কিছুই পৌঁছল না। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন হয়ে যায় চারটি কিশোরের নিথর দেহ।

আরও পড়ুন- কোন কোন ভ্যাকসিন গ্রহীতা কতটি দেশে যেতে পারবেন

মৃত চার কিশোরেরা চোপড়ার কোনাগছ গ্রামের বাসিন্দা। তাদের পুরো পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানান, ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় রেল পুলিশ। কানে হেডফোন দিয়ে মোবাইল নিয়ে হাঁটা এ বিষয়ে নিয়ে সচেতনতামূলক পদক্ষেপ নেয়া হলেও এধরনের ঘটনা ঘটেই চলেছে। বলে স্থানীয়দের দাবি।

সুত্র- হিন্দুস্থান টাইমস


আপনার মতামত লিখুন :
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো সংবাদ...

নিউজ বিভাগ..