৭১বিডি২৪ডটকম । করেসপন্ডেন্ট:
গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আমখোলা ইউনিয়ন বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানায় পটুয়াখালী-গলাচিপা মহাসড়কে ঢাকা থেকে আসা বেপারী পরিবহনের ছাদে থাকা কাঠের আলমিরা চলতি অবস্থায় বিদ্যুতের তারের সাথে বেজে আলমিরাটি উল্টিয়ে বাস থেকে পড়ে ফোরকানের (৩১) মাথার উপর পড়লে ঘটনা স্থলেই ফোরকানের মৃত্যু ঘটে এবং তার মাথা থেকে ঘিলু বের হয়ে যায়। ফোরকান হচ্ছেন মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের চৈতা গ্রামের ৬ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে। তিনি আমখোলা কৃষি ব্যাংকের নৈশ প্রহরী বলে কৃষি ব্যাংকের কর্মরত কর্তৃপক্ষ জানান। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম প্রতিবেদককে জানান, ঘটনাস্থলে গিয়ে বেপারী পরিবহনের গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামরা প্রক্রিয়াধীন চলছে।