‘বাংলাদেশের শিক্ষার গুণগত মান এখন বিদেশের সমান। জীবনকে গড়তে হলে এখন থেকেই নির্দিষ্ট টার্গেট করেই পড়াশুনা করতে হবে। আর শিক্ষার জন্য শিক্ষা বিষয়ক সকল ধরণের সহায়তা গলাচিপা উপজেলা প্রশাসন পাশে থাকবে।’ কালেণ্ঠ শুভসংঘ আয়োজনে এবং ভলানটিয়ার এসোশিয়েশন ফর বাংলাদেশ এর আর্থিক সহায়তায় অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
শনিবার উপজেলা পরিষদ হল রুমে শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, শুভসংঘ গলাচিপা শাখার উপদেষ্টা দিলীপ বণিক, মো. মোস্তাফিজুর রহমান শাকিল, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি ও উপদেষ্টা সাইমুন রহমান এলিট, চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মো. মাহবুব হোসেন মুকুল, চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, শুভসংঘের গলাচিপা উপজেলা শাখার সভাপতি সবুজ পাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শুভসংঘের গলাচিপা শাখার সহসভাপতি রাকিবুল হাসান রুসেল, শিব শংকর হাওরাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, মিতু আক্তার, সাংগঠনিক সম্পাদক রাকিব খন্দকার, সমাজকল্যাণ সম্পাদক লিজামনি, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম জাহান ইমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাইজুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক আরিফুল হাসান, সদস্য মামুন সিরাজ, মো. জহিরুল ইসলাম সোহেল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীকে এক হাজার পাঁচ ‘শ করে নগদ আর্র্থিক সহায়তা করা হয়।