October 7, 2024, 2:39 am
শিরোনাম :

গলাচিপায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত , সভাপতি সিদ্দিক-সম্পাদক সাত্তার

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা

পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় পৌর শহরের হযরত আয়েশা সিদ্দিকা (রাযি.) মহিলা হাফেজিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সাত্তার হাওলাদার ও পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান প্যাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহজাহান খান, মোস্তাক আহম্মেদ পিনু, এ্যাড. মজিবুর রহমান টোটন, মিজানুর রহমান মিজান, কাজী শাহাদাত হোসেন, পৌর বিএনপির আহবায়ক এ্যাড. মিজানুর রহমান মজনু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমি, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান শাহিন খন্দকার ও পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

দুপুর ১টায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শুরু হয়। উপজেলা বিএনপির কাউন্সিলরদের ৭৬ ভোট পেয়ে বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সভাপতি ও ৬৬ ভোট পেয়ে আব্দুস সাত্তার হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অপর দিকে পৌর বিএনপির কাউন্সিলরদের ২৮ ভোট পেয়ে মিজানুর রহমান প্যাদা সভাপতি ও ২২ ভোট পেয়ে মো. জসিম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা