October 7, 2024, 2:39 am
শিরোনাম :

গলাচিপায় দুটি ক্লিনিক ও একটি সারের দোকান মালিককে জরিমানা

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার ও প্রতিশ্রুতসেবা যথাযথভাবে না দেয়ার অপরাধে দুটি ক্লিনিক ও একটি সারের দোকান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে নিউ মোহনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, নিউ গলাচিপা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও মেসার্স মেগা ফিড নামে সারের দোকানের সত্তাধিকারী শ্যামল নাগকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন- গলাচিপায় অজ্ঞানপার্টির চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে অসুস্থ ৬

রবিবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এ অর্থদন্ড দেন অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম মাহমুদ।

অভিযান পরিচালনাকারী সেলিম মাহমুদ বলেন, ওই প্রতিষ্ঠানগুলো মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার ও প্রতিশ্রুতসেবা না দিয়ে রোগী ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় তাদেরকে এ অর্থদন্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা