:: ৭১বিডি২৪ডটকম :: স্টাফ রিপোটার ::
:: গলাচিপা (পটুয়াখালী) :: পটুয়াখালী (৩) গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালী জেলা কৃষক লীগের সভাপতি জনাব মো: তসলিম সিকদার।
শনিবার (৩০ সেপ্টেম্বর) গলাচিপা প্রেসক্লাবে বেলা ১১ টায় স্থানীয় সকল সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার বাবু শংকর লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান।
মত বিনিময় সভায় জেলা কৃষক লীগের সভাপতি বলেন ১৯৭২-১৯৭৪ সন পর্যন্ত পটুয়াখালী সদর ছাত্রলীগের সাংগঠনিক ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ১৯৯২ সালে পটুয়াখালী শহর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহ ২০০৭ সাল থেকে জেলা কৃষক লীগের সভাপতি হিসেবে গলাচিপা-দশমিনা এলাকায় আ’লীগ ও কৃষক লীগের মাধ্যমে সর্বস্তরের জনগণের সাথে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে দলকে সুসংগঠিত করা এবং সামাজিক কর্মকান্ডে তিনি বঙ্গবন্ধুর আদর্শে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি একজন মনোনয়ন প্রত্যাশী। দলের মনোনয়ন পেলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন এবং নদী ভাঙ্গতি রোধ ও কৃষকের খাস জমি বন্দোবস্ত প্রদানের লক্ষ্যে কাজ করার দীপ্ত বাসনা ব্যক্ত করেন।
এছাড়া তিনি জানান, তার পিতা মো: জয়নুল আবেদীন সিকদার তৎকালীন ১৯৪৯ ইং সনে পটুয়াখালী মহাকুমা আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ৫২’র ভাষা আন্দোলনের কারাবরণ ও ৭১’র মুক্তিযুদ্ধে সংগ্রাম পরিষদের সদস্য এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী হিসেবে দলের কাজ করেন। তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন আগ্রহী মনোনয়ন প্রত্যাশী বলে জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক লীগের সহ সভাপতি গাজী আলী হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম ফকির, এ্যাডভোকেট মো: রতন, এ্যাডভোকেট মুজিবর হক বিশ্বাস, এ্যাডভোকেট আরিফুর রহমান রিয়াজ ও আমখোলা ইউনিয়নের আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।