পটুয়াখালীর গলাচিপায় স্বামী ও স্ত্রী দুইজনে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আল আমীন (৩৫) ও ফাহিমা বেগম (৩০)।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডে এ ঘটনাটি ঘটেছে। আহত আল আমীন গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, ছেলের জন্য স্ত্রী ফাহিমা বেগম চিপস ভাজতে গেলে গ্যাসের চুলা অন করলে তাৎক্ষণিক শরীরে আগুন ধরে যায়। তখন আল আমীন বাথরুমে ছিলেন। ছোট ছেলের চিৎকার শুনে আল আমীন বেরিয়ে এসে তার স্ত্রীর গায়ে আগুন দেখে কোলে করে নিয়ে ডোবায় ফেলে দেন। তখন দুইজন পুড়ে গুরুতর আহত হন।
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ও নার্স জানান, তাদের শরীর অধিকাংশ পুড়ে ক্ষতি গ্রস্থ হয়েছে। তবে শরীর থেকে দুর্গন্ধ পাওয়া গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি।