পটুয়াখালীর গলাচিপায় মোঃ এলাহি ডাক্তার (৪৫) নামের এক ব্যক্তিকে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার চরকাজল ইউনিয়নের ২নং ওয়ার্ড হতে আসামীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী মোঃ এলাহি ডাক্তার একই ইউনিয়নের মোঃ মোজাফফর ডাক্তার এর ছেলে।
আরও পড়ুন- গলাচিপায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ মোক্তার হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।