September 10, 2024, 8:12 pm
শিরোনাম :
গলাচিপায় শস্য কর্তন ও মাঠ দিবস আমতলীতে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা রাঙামাটির সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ গলাচিপার দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় বরগুনায় ভুমি জরিপে অনিয়ম ও দূর্নীতি বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাথরঘাটায় কনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এনামুল হোসেইন “পুরাতন নয়, চাই নতুন নেতৃত্ব ! এনামুল আমাদের আশা- আকাঙ্ক্ষার প্রতীক”  গলাচিপায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গলাচিপায় ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবকদলের দলীয় নেতাকর্মীদের আয়োজনে শহরের পৌরমঞ্চ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌরমঞ্চ মাঠে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আলী ঝিন্নাহর  সভাপতিত্বে ও সদস্য সচিব মো.ফজলুল হক শাকিল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো.ছিদ্দিকুর রহমান।

আলোচনা সভার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.মশিউর রহমান মিলন। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ছত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো.মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উদ্দিন পরাগ ও সদস্য সচিব সাইফুল ইসলাম, গলাচিপা উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও সাবেক গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নাঁদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। আরো বলেন দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পূনরায় স্বাধীন করেছেন এই দেশের ছাত্রজনতা সবাই মিলে । এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে দলীয় ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন।

প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা