September 23, 2023, 5:17 pm
শিরোনাম :
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি! প্রতিরোধে মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু পরিষদ পটুয়াখালী জেলা শাখার লিফলেট বিতরন ও পথ সভা অনুষ্ঠিত বরগুনায় বাংলাদেশ রিপোটার্স ক্লাবের জেলা কমিটি গঠন ১২ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ মৃত্যুর রহস্য উন্মোচন করতে ৩৫ দিন পর গৃহবধুর লাশ উত্তোলন বরগুনায় সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ অধীন উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত ! নিত্যপণ্যের মতোই বিক্রি হচ্ছে কিডনি গলাচিপায় নানা আয়োজনে শেষ হলো জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩  হিজাব পিন মুখে নিয়ে পরতে গিয়ে গিলে ফেলেন সুমাইয়া, অতঃপর যা হলো

গলাচিপায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহউদ্দিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। এছাড়াও সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা