September 10, 2024, 8:23 pm
শিরোনাম :
গলাচিপায় শস্য কর্তন ও মাঠ দিবস আমতলীতে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা রাঙামাটির সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ গলাচিপার দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় বরগুনায় ভুমি জরিপে অনিয়ম ও দূর্নীতি বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাথরঘাটায় কনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এনামুল হোসেইন “পুরাতন নয়, চাই নতুন নেতৃত্ব ! এনামুল আমাদের আশা- আকাঙ্ক্ষার প্রতীক”  গলাচিপায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার ; গলাচিপা
গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়। এ উপলক্ষে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করেছে।

দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সম্মুখে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন এবং পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মো. সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), গলাচিপা, পটুয়াখালী।

এ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ কামাল হোসেন, ষ্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গলাচিপা, বিশেষ অতিথি ছিলেন শোনিত কুমার গাইন, অফিসার ইনচার্জ ,গলাচিপা থানা,পটুয়াখালী। এ সময় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- পটুয়াখালীর লোহালিয়া ব্রিজ উঁচু করে নির্মাণ করার দাবিতে গলাচিপায় মানববন্ধন

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম বলেন, ‘গতি, সেবা, ত্যাগ-এই তিন মূলনীতি অনুসরণ করেই ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের জীবনকে বাজি রেখে সর্বদাই মানুষের জান-মাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রম, নিরলস কর্মকান্ড, ত্যাগ ও আন্তরিকতায় পরিপূর্ণ মহৎ কাজগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসাযোগ্য।’

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার জনাব মোঃ কামাল হোসেন চলতি বছরে পরিসংখ্যান তুলে ধরেন- অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ১৯টি, নৌ দুর্ঘটনা ঘটেছে ১টি, অনুমানিক ক্ষতি ৩৪,১১,৫০০ টাকা , অনুমানিক উদ্ধার ২৯,১০,০০০ টাকা, মৌলিক প্রশিক্ষন ৪টি (পুরুষ ১৫০ জন, নারি ১১৪ জন), মহড়া ৪১টি, গনসংযোগ ২৩টি, ভিআইপি ডিউটি ১টি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা