October 4, 2023, 12:40 am
শিরোনাম :
সাংবাদিক মাইনুল হাসানের মৃত্যু বার্ষিকী পালন বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে বিভিন্ন কর্মসূচি পালিত নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস-২৩ উদযাপিত আন্তর্জাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ দিবস পালিত গলাচিপার বকুলবাড়িয়ায় আবুল হোসেনের গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা গলাচিপায় আবুল হোসেনের গণসংযোগ এবং শেখ হাসিনার জন্মদিনে দোয়া কামনা মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ভূঞাপুরে বিভিন্ন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত পটুয়াখালী-৩ আসনে শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিস্কার লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন পটুয়াখালীতে চাঞ্চল্যকর শিশু রাতুল হত্যার রহস্য ও ডাকাতির মালামাল উদ্ধার; আটক-২

গলাচিপায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, বিজয়ী গলাচিপা ইউনিয়ন একাদশ

স্টাফ রিপোর্টার, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গলাচিপা ইউনিয়ন একাদশ ১-০ গোলে আমখোলা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ শাহিন শাহ্।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত দর্শক অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

আরও পড়ুন- গলাচিপায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা ও গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুসরাত জাহান আনা। খেলা ও অনুষ্ঠান পরিচালনার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বাকার শিবলী।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোহাম্মদ কামাল হোসেন বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর গলাচিপায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা