পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ বশির সন্যামত(২০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
রোববার (১৫ মে) ভোররাত ০৪:১৫ ঘটিকার সময় কল্যাণ কলস হইতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি গলাচিপা থার কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা গ্রামের মোঃ শাহজাহান সন্যামত এর ছেলে।
আরও পড়ুন- চুরির অপবাদে শিকলে বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার -৩
গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিজাম উদ্দিনের নেতৃত্বে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজাসহ কল্যাণ কলস গ্রামে ইসমাইল পাহলান বাড়ির সামনে হইতে বশির সন্যামতকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।