মহামারী করোনা ভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশিসহ দেশটিতে প্রাণ হারিয়েছেন ১৭২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ৯১১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে ইতালির মিলানে মহামারি করোনায় আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ওই বাংলাদেশি ব্যক্তি মারা যান। তার বাড়ি মাদারীপুরের কালকিনিতে বলে জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরো ২৪৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৯ জন। মঙ্গলবার আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দুই লাখ ২১ হাজার ২১৬ জন।