৭১বিডি২৪ডটকম | মো. ছগির হোসেন | কলাপাড়া (পটুয়াখালী):
কলাপাড়া হাসপাতালে ভর্তি হওয়া একমাত্র ডেঙ্গু রোগী কিরন শিকদার (৩০) সম্পুর্ণ সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার সন্ধ্যায় তাকে হাসপাতাল ত্যাগ করতে বলা হয়েছে। মেডিকেল অফিসার জেএইচ খান লেলিনের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি এখবর নিশ্চিত করেছেন। ঢাকায় আক্রান্ত হওয়া ডেঙ্গু রোগী কিরন বুধবার কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। কিরন শিকদার ঢাকার উত্তরায় একটি মার্কেটের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়ার কুদবারচর গ্রামে। বাবার নাম জগদিশ চন্দ্র শিকদার। চিকিৎসক জেএইচ খান লেনিন তার প্রতিবেশী তাই কলাপাড়ায় চিকিৎসা নিয়েছেন।