কলাপাড়া(পটুয়াখালী):
কলাপাড়া উপজেলা ও শহর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠণের উদ্যোগে ইফতার পার্টি দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখার নব নির্বাচিত কমিটিকে এ অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। শনিবার শেষ বিকালে দলীয় কার্যালয় অনুষ্ঠিত ইফতার পার্টিতে হাজার হাজার নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অংশ নেয়। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরশহর থেকে হাজার হাজার নেতা কর্মীরা মিছিল সহকারে এ অনুষ্ঠানে উপস্থিত হয়। ইফতারপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী আলহাজ এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক খান মোশাররফ হোসেন, কলাপাড়া-রাঙ্গাবালী এলাকার সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমান এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান সাধারন সম্পাদক আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখা। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।