দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস (কোভিট-১৯) আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১,৫৩২ জন। দেশে করোনায় মোট আক্রান্ত ৩৩,৬১০ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৪৮০ জন।
রোববার (২৪ মে) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক ভিডিও বার্তায় অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৭টি ল্যাবের মধ্যে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯,১৮৪টি।। এর মধ্যে নতুন করে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৯০৮টি, শনাক্ত হয়েছেন আরও ১,৫৩২ জন। এ সময়ের মধ্যে একদিনে সর্বোচ্চ আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশ মোট পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি, আক্রান্ত ৩৩ হাজার ৬১০ জন ও মৃত্যু ৪৮০ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪১৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।
তিনি আরো বলেন, মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৫ জন মহিলা। ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন এবং সিলেটে ১ জন। মৃতদের বয়সের বিশ্লেষণে দেখা যায় ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৫ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৩ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ১ জন।